ম্যাচ গড়াপেটায় যুক্ত মোহাম্মদ শামি ! বিস্ফোরক অভিযোগ আনলেন হাসিন জাহান
নিউজ ডেস্কঃ
স্ত্রীর অভিযোগের পর অভিযোগে ক্রমশই চাপ বাড়ছে মহম্মদ শামির। ব্যাভিচারের অভিযোগ তো ছিলই, এবার শামির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনলেন হাসিন জাহান।
ভারতীয় দলের বোলার সামি পাকিস্তানের এক মডেলের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ গড়াপেটা করেছেন বলে অভিযোগ জানিয়েছেন হাসিন জাহান। তার দাবি, এই ব্যাপারে তার কাছে প্রমাণও রয়েছে। আলিসবা নামে এক পাক মহিলার থেকে শামি দুবাইতে টাকা নেন বলে দাবি করেছেন জাহান। এর সঙ্গে ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইও যুক্ত বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
হাসিন জাহান বলেছেন, ‘‘মহম্মদ শামি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তবে দেশের সঙ্গেও করতে পারে। দুবাইতে আলিসবা নামে এক মহিলার থেকে ও টাকা নিয়েছিল। ইংল্যান্ডের ব্যবসায়ী মোহম্মদ ভাইয়ের কথাতেই সে টাকা নিতে রাজি হয়। আমার কাছে প্রমাণ রয়েছে।’’