চাঁদে চমক, দেখা গেলো ফোয়ারা !
কলকাতা টাইমসঃ
চাঁদে চমকে দেওয়ার মতো ঘটনার সাক্ষী থাকলো নাসার পাঠানো উপগ্রহ ‘ল্যাডি’। যার পুরো নাম- ‘লুনার অ্যাটমস্ফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার’। সেখানে দেখা যায়, চাঁদের বুকে আচমকা আছড়ে পড়ছে একটি উল্কা।
এরপরই চাঁদের মাটি ফুঁড়ে বেড়িয়ে এলো ফোয়ারা। তারপরই তা বাষ্প হয়ে উড়ে গেলো। জ্যোতির্বিজ্ঞানী মেহেদী বেন্নার এই চাঞ্চল্যকর গবেষণাপত্রটি প্রকাশ করেছে ‘নেচার-জিওসায়েন্সে’।