এইডসের চেয়েও বেশি মানুষ মারা যায় এই রোগে!
কলকাতা টাইমস :
সত্যিই, এই পৃথিবীতে কী রোগের প্রকোপের শেষ আছে? এক-একটা সময় আসে, সেই সময় এক-একটা রোগের প্রকোপ বেড়ে যায়। আর সারা বিশ্বজুড়ে মারা যায় হাজারো মানুষ। ক্যানসার, এইডস মূলত, এই দুটো রোগ নিয়েই পৃথিবী সমসময় অতিষ্ঠ হয়ে রয়েছে। এই তো এখন যেমন, জিকা ভাইরাস নিয়ে হৈ-চৈ। অলিম্পিকের সময় ব্রাজিলে গিয়ে কী যে হবে! ডাক্তাররাও চিন্তায়!
এরকমই একটা রোগের নাম, টুবেরকিউলোসিস। শুধু এই রোগের প্রকোপেই ২০১৪ সালে গোটা বিশ্বে দেড় মিলিয়ন মানুষ মারা গেছে! সংখ্যাটা আবারও পড়ুন। দেড় মিলিয়ন। মানে, ১৫ লাখ মানুষ মারা গেছেন একটাই রোগে! তাও কিনা মাত্র এক বছরের মধ্যে! না, এত মানুষ এক বছরে কখনো এইডসেও মারা যায়নি। এই রোগে বুকে কী হয়, ডাক্তারের কাছে পরামর্শ চেয়ে নেবেন, জানার জন্য।