‘ইদাই’য়ের বলি ১ হাজারের বেশি প্রাণ
কলকাতা টাইমস :
মোজাম্বিকে সাইক্লোন ইদাইয়ের শক্তিশালী আঘাতে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন আফ্রিকার প্রেসিডেন্ট ফিলিপ নুসি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মোজাম্বিকে ইদাইয়ের আঘাতে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিবেশি জিম্বাবুয়েতে আরো ২০০ জন নিখোঁজ রয়েছেন।
গত বৃহস্পতিবার মোজাম্বিকের মধ্যাঞ্চলের বেইরা শহরে সাইক্লোন ইদাই তাণ্ডব চালায়। শক্তিশালী এই সাইক্লোনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বেইরা। পরে এটি প্রতিবেশি দেশ জিম্বাবুয়েতে আঘাত হানে। সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবের পর বন্যায় দুই দেশে হাজার হাজার বাড়ি-ঘর ডুবে গেছে। রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়েছে।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নুসি বলেছেন, এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে ৮৪ জনের প্রাণহানির তথ্য পেয়েছি, কিন্তু আসলে কী ঘটছে সেটা জানার জন্য আজ সকালে আমরা যখন সরজেমিনে গিয়েছি… সবকিছু দেখে আমাদের মনে হয়েছে, এক হাজারের বেশি মানুষের প্রাণহানির তথ্য আমাদের নথিভুক্ত করতে হবে।
তিনি বলেন, এটা আসল মানবিক বিপর্যয়। ১০ হাজারের বেশি মানুষ বিপদের মধ্যে রয়েছেন। বন্যায় বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে গাছের ডালে আশ্রয় নিয়েছেন; সহায়তার অপেক্ষায় প্রহর গুণছেন।
খ্রিস্টান সম্প্রদায়ের অলাভজনক সংস্থা মিশন অ্যাভিয়েশন ফেলোশিপের প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্যায় বাড়ি-ঘরের জানালা পর্যন্ত জল উঠে গেছে। ফলে অনেক মানুষ তাদের বাড়ি-ঘরের ছাদে আটকা রয়েছেন।
এক বিবৃতিতে আইএফআরসি বলছে, শহরটির প্রায় ৯০ শতাংশ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রায় সবকিছু ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিকল রয়েছে। রাস্তাঘাট ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত কিছু কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না।
প্রতিবেশি দেশ জিম্বাবুয়েতে সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে প্রাণ গেছে প্রায় ৯৮ জনের, নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ২১৭ জন।