স্যার রোনাল্ড রসকে স্মরণ করে আজ ‘মশা দিবস’
কলকাতা টাইমসঃ
স্যার রোনাল্ড রসকে স্মরণ করে আজ ‘মশা দিবস’। বিশ্বব্যাপী পালন করা হচ্ছে এই দিনটি। ১৯৮৭ সালে ২০ আগস্ট তিনি বিশ্বকে জানান জানান, স্ত্রী এনকেফেলাইটিস মশাই ম্যালেরিয়ার ধারক এবং বাহক। ম্যালেরিয়া নিয়ে তার যুগান্তকারী আবিষ্কারের সম্মানে আজকের দিনটি পালন করা হয়।
এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে ডক্টর রসের স্মৃতিধন্য রোনাল্ড রস বিল্ডিংএ তাকে স্মরণ করা হয়। লন্ডন স্কুল অব হায়াজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন প্রতিবছর এই দিনটিকে সম্মানের সঙ্গে পালন করে। প্রতি বছর মশার কামড়ে মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের।