বিশ্বের সিংহভাগ মানুষই আক্রান্ত হবেন করোনা ভাইরাসে
কলকাতা টাইমসঃ
বিশ্বের সিংহভাগ মানুষই আক্রান্ত হবেন করোনা ভাইরাসে। ভাইরাস আতঙ্ক বহুগুন বাড়িয়ে এমনটাই আশংকা প্রকাশ করলেন চিনেরই এক বিজ্ঞানী। তার ধারণা পৃথিবীর প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ এই মহামারীর কবলে পড়তে পারেন। চীনে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই ১১শ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত ৯৯ শতাংশই চীনের নাগরিক।
বিশেষজ্ঞদের মতে, বাকি যে ১ ভাগ আক্রান্ত, তাতেই লুকিয়ে মূল আতঙ্ক। কারণ তারা চীনের বাইরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে। এই আশঙ্কার কথা যিনি প্রকাশ করেছেন সেই গ্যাব্রিয়েল লিউং হংকং-এর প্রথম সারির একজন গবেষক। সার্সের প্রকোপের সময় যে গবেষকেরা এই ভাইরাসের উপর কাজ করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। জেনেভায় একটি স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে এমনই আশঙ্কার কথা বলেন তিনি।