54টি কম্বলের তলায় 44দিন মায়ের দেহ রেখে ঘুমাল মেয়ে
ব্রিস্টল পুলিসের সার্জেন্ট স্টিভ ক্রফোর্ড একথা জানিয়ে বলেছেন, জো হুইটনির লেখা চিঠি থেকে তারা জানতে পারেন, ৭৮ বছরের রোজমেরি আউটল্যান্ড গত বছর 29 ডিসেম্বর মারা যান। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর’র সাহায্যেও মাকে বাঁচাতে না পেরে মৃতদেহটি টানা 44 দিন 54টি কম্বলের তলায় চাপা দিয়ে রাখেন তিনি। তারপর যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের দরজা টেপ দিয়ে মুড়ে দেন এবং ওই ঘরে কোনো বাইরের লোকের প্রবেশ বন্ধ করে দেন।
তিনি আরও জানান, মৃতদেহের দুর্গন্ধ ঢাকতে 44 দিন ধরে মোট 66টি এয়ার ফ্রেশনার ব্যবহার করেছিলেন জো হুইটনি। এতদিন ধরে মায়ের মৃতদেহের পাশেই ঘুমোতেন বলে পুলিসের কাছে দাবি করেছেন তিনি। জো হুইটনি আউটল্যান্ড’র সেই মৃত মায়ের নাম ছিল রোজমেরি। নিজের পিসিকে 44 দিন ধরে দেখতে না পেয়ে সন্দেহ হয় রোজমেরির ভাইপোর। অবশেষে জানালা বেয়ে উঠে ঘটনাটি দেখতে পেয়ে পুলিসে খবর দেন তিনি।তারপর বিস্টল পুলিশ ওই ঘরের দরজা ভেঙে ঢুকে প্রায় মমি হয়ে যাওয়া দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং জো হুইটনিকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক বলেই মনে করছে পুলিশ। কেন মায়ের মৃত্যুর খবর কাউকে দেননি সেই প্রশ্নের জবাবে জো হুইটনি বলেছেন, মায়ের খুনের দায়ে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে ভেবে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।
যদিও পুলিশ আদালতে জানিয়েছে, আউটল্যান্ড পরিবারের বিরুদ্ধে কোনও পুলিশি অভিযোগ নেই। আদালত জো হুইটনিকে জামিন দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি।