January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মা সন্তানের হাতে বন্দুক তুলে বললেন, যা মেরে আয় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সামান্য টুপি নিয়ে ঝামেলায় গুলিবিদ্ধ হয়ে খুন যুবক। শনিবার দিল্লির শাহদারায় ঘটেছে এই হত্যাকাণ্ড। যদিও রবিবার সন্ধে নাগাদ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাবালকদের। এই ঘটনায় নাবালক সন্তানদের হাতে বন্দুক তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের মায়ের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার খুন হয়েছেন বছর উনিশের সুফিয়ান। তাঁর সঙ্গে টুপি নিয়ে বচসা হয়েছিল দুই নাবালকের সঙ্গে। তখন ওই যুবক দুই নাবালককে থাপ্পড় মারেন বলে অভিযোগ। তখনকার মতো বিবাদ মিটলেও দুই নাবালক বন্দুক সঙ্গে নিয়ে বদলা নিতে আসে। এবারে তাদের সঙ্গে ছিল আরও এক নাবালক। সুফিয়ানকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলির চলার খবর পেয়ে গান্ধীনগর পুলিশ স্টেশনের পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। সুফিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমে দিল্লি ও গাজিয়াবাদ থেকে তিন নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। এইসঙ্গে এক অভিযুক্তের মায়ের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগ, ওই মহিলা নাবালক সন্তানের হাতে বন্দুক তুলে দিয়েছিলেন। ধৃতদের কাছ থেকে একটি স্কুটার ও একটি দেশি পিস্তল মিলেছে। তদন্তকারীদের অনুমান, যুবককে খুনে এই পিস্তলই ব্যবহার করা হয়েছিল।

Related Posts

Leave a Reply