মৃত সন্তানকে লকারে ৫ বছর লুকিয়ে রাখলেন মা!
সূত্র জানায়, শিশুটির দেহ রেখে ৫ বছর ধরে নিয়মিত লকারের ভাড়া পরিশোধ করছিলেন শিশুটির মা ইমিরি সুজাকি। ৪৯ বয়সী এই নারী ৫ বছর আগে মৃত শিশুটির জন্ম দিয়েছিলেন।
জাপানের রেল স্টেশনগুলোতে লকার ভাড়া নিতে পারেন যে কেউ। দরজায় কয়েন ঢুকালেই ভাড়া নেয়া শুরু হয়ে যায়। এমন একটি লকারে শিশু সন্তানের মরদেহ সংরক্ষণের দায়ে এক নারীকে গ্রেপ্তার করেছে টোকিওর পুলিশ।
মরদেহ সংরক্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ইমিরি। বেকার থাকার পরও লকার ব্যবহারের জন্য প্রতিদিন ১ দশমিক ৮০ ডলার সমমূ্ল্যের ভাড়া পরিশোধ করতেন তিনি।
পুলিশকে ইমিরি বলেন, ‘একটি জীবিত শিশু জন্ম দিতে না পেরে আমি বিপর্যস্ত হয়ে পড়ি। তাই মরদেহটি সংরক্ষণ করি। আমি কিছুতেই এটির সৎকার করতে দিতে পারিনি।