মাত্র দেড় লাখের জন্য সদ্যোজাতের সঙ্গে মা যা করলো
কলকাতা টাইমস :
ঋণমুক্ত হতে সদ্যোজাত সন্তানকে দেড় লক্ষ টাকায় বেচে দিলেন মা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কর্নাটকের বেঙ্গালুরুর রামনগর এলাকার বাসিন্দা ওই মহিলাকে।
জানা গেয়েছে, সাত জনের সংসার সামলাতে হিমশিম খাচ্ছেন সামান্য রোজগেরে স্বামী। ফলে দিনের পর দিন জমছে ঋনের পাহাড়। আর এরপরই স্বামীর নিষেধ সত্ত্বেও ৩০ দিন বয়সি সদ্যোজাত পুত্রসন্তানকে অন্য মহিলার হাতে তুলে দিয়ে আসেন তিনি। সঙ্গে করে নিয়ে আসেন নগদ টাকা। পরে স্বামীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ ডিসেম্বর যুবকের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সদ্যোজাত শিশুর খোঁজ শুরু হয়। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বেঙ্গালুরুর এক মহিলার কাছে তিনি সন্তানকে বিক্রি করে দিয়েছেন। শিশুটিকে উদ্ধার করে পুলিশ হোমে পাঠিয়েছে।