January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

মায়ের স্পর্শে সন্তানের শরীরে ফোসকা!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ছোট বয়সে বাচ্চারা খুব নাজুক থাকে। মায়ের স্পর্শ ও আদরেই তারা ক্ষণে ক্ষণে প্রাণ ফিরে পায় শরীরে। কিন্তু ইংল্যান্ডের একজন মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে ব্যাপারটি। নিজের ১১ মাসের ছেলেকে যতবারই তিনি ছুঁয়েছেন বা আদর করেছেন তখনই ফোসকা পড়েছে সন্তানের শরীরে।  

ডেইলি মেইলের একটি প্রতিবেদন অনুযায়ী, এগারো মাস বয়সী শিশুটির নাম জ্যামি হোয়াইট। তার বাড়ি স্ট্যাফোর্ডশায়ারে। জন্মের সময় থেকেই সে একটি অনিরাময়যোগ্য রোগে ভুগছে। রোগটি হলো ‘এপিডার্মোলেসিস বুলোসা’। তাকে যখনই কেউ স্পর্শ করবে, তখনই তার শরীরে গদগদে ঘা জেগে উঠবে এবং চাকা চাকা হয়ে ফুলে যাবে। এজন্য বাচ্চাটিকে সব সময় এমন কাপড় পরানো হয় যেন তার শরীরের কোনো অংশ অনাবৃত না থাকে।

বাচ্চাটির মা কেটি হোয়াইট প্রতিদিন রাতে দেড় ঘণ্টা সন্তানের পাশে বসে ফোসকাগুলো পরিষ্কার করে দেন, সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দেন। জ্যামিকে মরফিন খাওয়ানো হয় যেন ব্যথা কম হয়। দুর্ভাগ্যক্রমে জ্যামির বাবা তার দোলনার সামনে ‘অনুগ্রহ করে হাত দেবেন না’ স্টিকার লাগিয়ে রেখেছেন যেন ভুলবশতঃ তাকে কেউ স্পর্শ করে না ফেলে।

Related Posts

Leave a Reply