বলে কী, ‘ভাইজানের’ মিত্রতাই কাল হল বাবা সিদ্দিকির !
বাবা সিদ্দিকি কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই নয়, বরং বলিউডের সঙ্গে তাঁর ওঠা-বসার সূত্রেও পরিচিত। মুম্বইয়ে বাবা সিদ্দিকির ইফতার পার্টির কথা সকলের জানা, যেখানে চাঁদের হাট বসে। কার্যত গোটা বলিউড হাজির হয় বাবা সিদ্দিকির এক ডাকে। বাবা সিদ্দিকির এই ইফতার পার্টিতেই মিটেছিল শাহরুখ-সলমনের বহু বছরের ঝামেলা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ছেলে জিশানের অফিসের বাইরে গুলিবিদ্ধ হন বাবা সিদ্দিকি। তাঁকে লক্ষ্য করে ৬টি গুলি চালানো হয়েছিল, ৪টি গুলিই তাঁর বুকে লাগে। একটি গুলি তাঁর দেহরক্ষীর গায়ে লাগে। তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ইতিমধ্যেই দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কর্নল সিং (হরিয়ানা) ও ধরমরাজ কাশ্যপ (উত্তর প্রদেশ)। তৃতীয় অভিযুক্ত পলাতক। জেরায় অভিযুক্তরা নিজেদের লরেন্স বিষ্ণোইয়ের গ্য়াংয়ের সদস্য বলেই দাবি করেছে। তারা জানিয়েছে, বিগত এক মাস ধরে এলাকা রেইকি করেছিল তাঁরা। শনিবার অটোয় এসে তাঁরা জিশান সিদ্দিকির অফিসের বাইরে অপেক্ষা করছিল। বাবা সিদ্দিকি আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ, অভিযুক্তদের বাবা সিদ্দিকি সম্পর্কে তথ্য জোগাচ্ছিল অন্য কেউ।
লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে এই হামলার দায় স্বীকার এখনও করা হয়নি। তবে পুলিশ সলমনের সঙ্গে বাবা সিদ্দিকির ঘনিষ্ঠতা এবং তার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে। দীর্ঘদিন ধরেই সলমন খানকে খুনের হুমকি দিচ্ছেন লরেন্স বিষ্ণোই। কয়েক মাস আগেই সলমনের বাড়ি গ্য়ালাক্সি লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চালায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যরা।