বিশ্বসেরা ধনীর তালিকায় আট নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি  – KolkataTimes
April 26, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিশ্বসেরা ধনীর তালিকায় আট নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় আরও একধাপ উঠে এলেন ভারতীয় বিজনেস টাইফুন মুকেশ আম্বানি। আজ ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’ প্রকাশিত হওয়ার পর দেখা যায় আট নম্বরে স্থান পেয়েছেন মুকেশ। গতবছর এই তালিকায় ৯ নম্বরে ছিলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের এই কর্ণধার এশিয়ার শীর্ষ ধোনির তকমা আগেই পেয়েছেন। জানা যাচ্ছে, এই করোনা আবহেই প্রায় ২৪ শতাংশ বেড়েছে তার মোট সম্পত্তির পরিমাণ।

সূত্রের খবর ভারত থেকে বহির্বিশ্বে যা রফতানি হয় তার ৮ শতাংশই হয় রিলায়েন্সের মাধ্যমে। ভারতের সবচেয়ে বড় রফতানিকারী গোষ্ঠীর তকমাও মুকেশের হাতেই রয়েছে। শুল্ক মারফত ভারতের মোট আয়ের ৫ শতাংশ আসে এই রিলায়েন্স থেকেই।

Related Posts

Leave a Reply