ফ্লিপকার্ট এবং অ্যামাজনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন মুকেশ আম্বানি
কলকাতা টাইমসঃ
ফ্লিপকার্ট এবং অ্যামাজনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন ভারতীয় বিজনেস টাইফুন মুকেশ আম্বানি। রিলায়েন্স জিওর বিপুল সাফল্যের হাত ধরেই এবার ই-কমার্স ব্যবসায় পদার্পনের উদ্যোগ নিচ্ছেন তিনি। প্রসঙ্গত এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির নতুন এই গ্রোসারি ডেলিভারি সার্ভিসের পরিকল্পনা অন্যান্য অনলাইন শপগুলোর কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে আসতে চলেছে। রিলায়েন্স তাদের মূল ব্যবসার জন্য তাদের হাতে থাকা দেশের বিশাল সংখ্যক মোবাইল ফোন গ্রাহককে টার্গেট করে এগোচ্ছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার।