করোনা মুক্তির পথে মুম্বাই !
কলকাতা টাইমসঃ
তবে কি হার্ড ইমিউনিটির পথে মুম্বাই। যা মেনে নিলে বলতে হয়, করোনা মুক্তির পথে একধাপ এগিয়ে রইলো ভারতের এই বাণিজ্য নগরী। প্রসঙ্গত, মুম্বাইয়ের বস্তিতে বসবাস করেন সেখানকার মোট জনগণের ৬৫ শতাংশ মানুষ। সেই মানুষদের মধ্যে ৫৭ শতাংশই করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য।
নীতি আয়োগ, গ্রেটার মুম্বাই কর্পোরেশন এবং টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ যৌথ ভাবে ৭ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা চালায়। এই জুলাইতেই হয় সমীক্ষা। চিকিৎসকরা মূলত রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করে দেখেন। ভাইরাস আক্রান্ত মানুষের শরীরেই এই অ্যান্টিবডি তৈরি হয়। যার ফলে কত জন নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছেন, তা বোঝা যায়। একই সঙ্গে হার্ড ইমিউনিটির তথ্যকেও সামনে নিয়ে আসে এই সমীক্ষা।
সমীক্ষা বলছে, সিংহভাগ আক্রান্ত হওয়া লোকেরাই লক্ষণহীন অর্থাৎ অ্যাসিমটোমেটিক। প্রসঙ্গত, মুম্বাইয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১,১০,৮৪৬ জন। মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার জন মানুষের। গতকাল, মঙ্গলবার মাত্র ৭১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৬০ দিনে যা সর্বনিম্ন।