কয়েকশো কোটির ব্যবসা ছেড়ে মাত্র ২৪ বছরেই সন্যাসী হলেন মুম্বাইয়ের যুবক
নিউজ ডেস্কঃ
মোক্ষেশ শেঠ। বয়স মাত্র ২৪ বছর। ১০০ কোটি টাকারও বেশি পারিবারিক ব্যবসা ও সম্পত্তি রয়েছে তার। কিন্তু সবকিছু ত্যাগ করে শনিবার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসজীবন বেছে নিয়েছেন তিনি। হয়ে গেলেন একজন জৈন সাধু।
গত দুবছর পৈতৃক ব্যবসা আর চার্টার্ড অ্যাকাউনটেন্ট হিসেবে চাকরি করে বেশ কিছু অর্থ রোজগার করেছেন মোক্ষেশ। করেছেন বিলাসবহুল জীবনযাপন। তবে এই জীবন তার আর ভালো লাগছিল না। তাই হঠৎই সিদ্ধান্ত নিলেন, এবং সব ছেড়েছুড়ে দিয়ে হয়ে গেলেন সন্ন্যাসী।
মোক্ষেশের কাকা গিরীশ শেঠ জানিয়েছেন, মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী সন্দীপ শেঠের বড় ছেলে মোক্ষেশ। সন্ন্যাসী হওয়ার পর তার নতুন নাম হয়েছে, ‘করুণাপ্রেমবিজয়জি’। মোক্ষেশের পরিবার ছিল গুজরাটের বনাসকাঁঠা জেলার বনসকন্থা শহরের বাসিন্দা। পরে তারা চলে আসেন মুম্বাইয়ে। ভারতের ‘বাণিজ্য নগরী’তে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের।