অস্ট্রেলিয়ার মাটিতে নিজের জাত চেনালেন মুরলী বিজয়
কলকাতা টাইমসঃ
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে রীতিমতো জ্বলে উঠলেন মুরলী বিজয়। ১৩২ বলে খেললেন ১২৯ রানের অনবদ্য ইনিংস। সিডনি ক্রিকেট গ্রাউন্ড মাতিয়ে দিলেন ১৬টি চার, ৫টি ছয় মেরে। সেঞ্চুরি করতে গিয়ে দ্বিতীয় ৫০ রান করেন মাত্র ২৭ বলে। অপর ওপেনার লোকেশ রাহুল প্রথম ইনিংসে মাত্র ৩ রান করলেও দ্বিতীয়বার সুযোগ পেয়ে খেললেন ৬২ রানের ইনিংস। মেরেছেন ৮টি চার, ১টি ছয়।
ড্র ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২১১/২। হনুমা বিহারি অপরাজিত থাকেন ১৫ রানে। এর আগে তৃতীয় দিনের ৩৫৬/৬ নিয়ে খেলা শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ থামে ৫৪৪ রানে। প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৩৫৮। শনিবার অজি ইনিংসে সেঞ্চুরি করেন হ্যারি নিয়েলসেন (১০০)। তাকে আউট করেন বিরাট কোহলি। আগের দিনই ২ ওভার হাত ঘুরিয়েছিলেন ভারত অধিনায়ক। এদিন আরও ৫ ওভার বল করেছেন। কোহলির বলে উমেশের হাতে ধরা পড়েন নিয়েলসেন। উইকেট নিয়ে আনন্দে মেতে ওঠেন কোহলি। তাঁর মুখে দেখা যায় চওড়া হাসি। শামি ৩টি, অশ্বিন ২টি এবং উমেশ, ইশান্ত, কোহলি, বুমরা ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে খেলার সুযোগ পেয়ে তা যথাযথভাবে কাজে লাগিয়েছেন মুরলী বিজয়। ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝে খারাপ ফর্মের জন্য বাদ পড়েছিলেন দল থেকে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের জাত চেনাতে চান তিনি। তার আগে প্রস্তুতিটা সেরে রাখলেন ভালভাবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে ওপেন করে ৬৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন পৃথ্বী শাহ। কিন্তু ফিল্ডিং করার সময় গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে শুধু চলতি প্রস্তুতি ম্যাচের বাকি সময়ই নয়, প্রথম টেস্ট থেকেও ছিটকে গেছেন পৃথ্বী। প্রথম টেস্টে তার পরিবর্তে ওপেন করবেন মুরলী বিজয়।