মুরলির বায়োপিক ‘৮০০’: ট্রেলার মুক্তি পেতেই বিক্ষোভ দক্ষিণে
কলকাতা টাইমসঃ
মুথাইয়া মুরলিধরন। শ্রীলংকার কিংবদন্তি স্পিনার। এদেশে তৈরী হচ্ছে তার বায়োপিক ‘৮০০’। মুরালীর নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তামিল সুপারস্টার বিজয় সেতুপথিকে। গত ১৩ অক্টোবর ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ পেতেই শুরু হয়েছে বিতর্ক।শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের উপর অত্যাচার এবং সেই ঘটনাকে মুরলি সমর্থন করেছেন দাবি করে সিনেমাটি বয়কটের দাবি উঠেছে। দক্ষিণীদের প্রতিবাদ চলাকালীনই হঠাৎ করে ইউটিউব থেকে উধাও হয়ে যায় ট্রেলারটি। এমনকি ছবিতে অভিনয় করায় বিজয়কেও আক্রমণের শিকার হতে হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করে মুরালি জানান, শ্রীলংকায় দীর্ঘ যুদ্ধের সাক্ষী আমি। আমার বেড়ে ওঠাও সেই পরিস্থিতিতে। এই পরিস্তিতি থেকে বেরিয়ে এসে কিভাবে আঁকি ক্রিকেট খেলেছি, সাফল্য পেয়েছি -এগুলোই তুলে ধরা হয়েছে ছবিটিতে। তার বক্তব্য, শ্রীলঙ্কায় জন্ম নিয়েছি বলে কী আমি আমার জীবনের গল্প তুলে ধরতে পারব না?