খুনের পর মা-বাবা সহ পরিবারের ৪ জনের কঙ্কালের সাথেই চার মাস কাটাল ছোট ছেলে
কলকাতা টাইমস :
কালিয়াচক খুন-কাণ্ডে চার মৃতের দেহ উদ্ধার করল পুলিশ। মাসখানেক আগে খুন হওয়ায় পচে গলে গিয়েছিল ওই দেহ। তাই দেহগুলির কঙ্কাল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াচকের পুরনো ১৬ মাইল এলাকার ওই বাড়ির মধ্যে রয়েছে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক। সেখান থেকেই কঙ্কালগুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।বাবা, মা, বোন এবং ঠাকুমাকে খুনে অভিযুক্ত মহম্মদ আসিফ এবং তাঁর দাদা মহম্মদ আরিফকে শনিবার সকালে আটক করে পুলিশ। এর পর চলে জিজ্ঞাসাবাদ। তার পর থানা থেকে তাঁদের নিয়ে আসা হয় বাড়িতে। এর পরই ওই দেহগুলি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন এই বাড়ির চারজন সদস্য— জাওয়াদ আলি, তার মা আলেকজান খাতুন, স্ত্রী ইরা বিবি এবং মেয়ে আরিফা খাতুন।
এদিকে অভিযুক্ত তরুণের বড় ভাই আরিফ পুলিশকে লেখা অভিযোগপত্রে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চার জনকে খুন করে আসিফ। তাকেও খুন করার চেষ্টা করেছিল সে। কিন্তু কোনো মতে ভাইয়ের নাগাল এড়িয়ে প্রাণে বাঁচেন আরিফ। এতদিন পালিয়ে থাকলেও সম্প্রতি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন ভাই সম্পত্তি বিক্রি করতে চলেছে। এরপরই ভয় কাটিয়ে পুলিশ অভিযোগ জানান।