January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড কার্যত বাতিল করে দিলো লাহোর হাইকোর্ট। আজ সোমবার তিন সদস্যের বিচারকদের একটি প্যানেল জানিয়ে দেয়, যেভাবে ওই মামলা করা হয়েছে, তা আইনসম্মত নয়। রায়ে বলা হয়েছে, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধান সম্মত হয়নি।

রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে প্রাক্তন এই পাক সেনাপ্রধানের বিরুদ্ধে। ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান লংঘন করে জরুরি অবস্থা জারির অভিযোগে ২০১৩ সালে মোশাররফকে দোষী সাব্যস্ত করে আদালত। গত ১৭ ডিসেম্বর বিশেষ আদালত মৃত্যুদণ্ডাদেশ দেয়। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ। ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান তিনি। এখনো সেখানেই রয়েছেন তিনি।

Related Posts

Leave a Reply