রাজাপাক্ষের অনুরোধে শ্রীলংকার গভর্নর নিযুক্ত হচ্ছেন মুথাইয়া মুরলীধরণ
কলকাতা টাইমসঃ
সম্প্রতি শ্রীলংকার প্রশাসনিক স্তরে ঘটে গিয়েছে বড়োসড়ো পালাবদল। তারই হাত ধরে এবার নতুন ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরালিধরনকে। শ্রীলঙ্কার উত্তর অঞ্চলের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন তিনি।
জানা গেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে চেয়েছিলেন দ্বীপপুঞ্জের উত্তর অঞ্চলের গভর্নরের দায়িত্ব নিক মুরালিধরন। প্রেসিডেন্টের অনুরোধ ফেলতে পারেননিএই শ্রীলংকান প্লেয়ার। শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিততে বড় ভূমিকা পালন করেছিলেন একসময়। সক্রিয় রাজনীতিতে কখনও অংশ না নিলেও এখন দেখার, গভর্নরের গুরুদায়িত্ব কতটা সামলাতে পারেন মুরলীধরণ।