‘লাশ’ বিক্রি করছে মিয়ানমারের সেনা
কলকাতা টাইমসঃ
লাশ বিক্রির ব্যবসা শুরু করলো মিয়ানমারের সেনা! প্রসঙ্গত, গত ২ মাস যাবৎকাল ধরে চলতে থাকা সেনাবিরোধী বিক্ষোভে নির্বিচারে চলছে গুলি। এপর্যন্ত প্রায় ৭০০জন নিরীহ জনগণের মৃত্যু হয়েছে সেনার গুলিতে। এবার সেই মৃতদেহ পরিজনদের কাছে বিক্রি করার অভিযোগ উঠলো। জানা যাচ্ছে, প্রতি লাশে’র জন্য ১ লাখ ২০ হাজার মিয়ানমার কিয়াট বা সাত হাজার টাকা দিতে হচ্ছে নিহতের পরিবারকে। একইসঙ্গে বিক্ষোভ সামালদিতে মিয়ানমারের সেনাবাহিনী অ্যাসল্ট রাইফেল, হ্যান্ড গ্রেনেডের মতন সমরাস্ত্র ব্যবহার করছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক ব্লগ পোস্টের মাধ্যমে এই ভয়ংকর অভিযোগ করেন। তিনি জানান, মিয়ানমার সেনার রক্তক্ষয়ী দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপে বাধা দিচ্ছে চীন এবং রাশিয়া। যার ফলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে না। একই সঙ্গে তিনি বলেন, বিক্ষোভে নিহতদের মৃতদেহ ফিরে পেতে ৮৫ ডলার সেনাকে দিতে হচ্ছে সে দেশের জনগণকে।