রোহিঙ্গাদের ওপর অত্যাচারের কারণে সেনাপ্রধানকে বহিস্কার করলো মায়ানমার
কলকাতা টাইমসঃ
রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নারকীয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেদেশের শীর্ষ সামরিক কর্তা মং মং সোয়েকে মায়ানমার সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হলো। এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের শীর্ষ সাত সেনা কর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই মায়ানমার অভিযুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো।
যদিও ২০১৭ সালের শেষের দিকেই রাখাইন রাজ্য থেকে তাকে প্রত্যাহার করে নেয় মায়ানমার সেনাবাহিনী। এছাড়া অারেক শীর্ষ সেনা কর্তা শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন।সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, রাখাইনে ২০১৬ এবং ২০১৭ সালে মায়ানমারের পুলিশের ওপর আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির হামলার জেরে সেখানকার নিরাপত্তা ঠিকঠাক দিতে না পাড়ায় জেনারেল মং মং সোয়ে-কে সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।