মায়ানমারকে কার্যত বয়কট করলো বিশ্বের ১০টি দেশ
কলকাতা টাইমসঃ
মায়ানমারকে বয়কটের ডাক দিলো বিভিন্ন দেশের ৩০টি মানবাধিকার সংগঠন। নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে শুরু হতে চলেছে মামলা। ঠিক তার আগের দিনই এই বয়কটের ডাক দিল মানবাধিকার সংগঠনগুলো।গত নভেম্বরে আন্তর্জাতিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া। এই মামলা আগামীকাল থেকে শুরু হয়ে চলবে পরবর্তী ৩ দিন।
২০১৭ সালের আগস্ট মাসে মায়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতন শুরু করে সেদেশের সেনাবাহিনী। মায়ানমারের প্রায় ৭ লাখ ৩০ হাজার পালাতে বাধ্য হয়। রোহিঙ্গা মানবাধিকার সংগঠন দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন এক বিবৃতিতে বিশ্বের ১০টি দেশের ৩০টি মানবাধিকার সংস্থা একযোগে মিয়ানমারকে বয়কটের এই কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছে।