কার্যত দুর্ভিক্ষের কবলে পড়তে চলেছে মিয়ানমার !   – KolkataTimes
May 12, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কার্যত দুর্ভিক্ষের কবলে পড়তে চলেছে মিয়ানমার !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কদিকে সামরিক অভ্যুত্থান। যার ফলস্বরূপ গত পৌনে তিন মাস যাবৎ চলতে থাকা প্রবল জন বিক্ষোভ। এই ঘটনা প্রবল আর্থিক এবং খাদ্য সংকটের মুখে ঠেলে দিতে চলেছে মিয়ানমারকে। এমনটাই সতর্ক করে বার্তা দিলো মিয়ানমার। আগামী কয়েক মাসের মধ্যেই সেদেশের লক্ষ লক্ষ নাগরিক অনাহারের মুখে পড়তে চলেছেন বলে খবর। জাতিসংঘ্যের আশংকা, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে মিয়ানমারের ৩৪ লক্ষ মানুষকে প্রবল খাদ্য সংকটে পড়তে হবে।

জাতিসংঘ জানাচ্ছে, ফেব্রুয়ারির শেষ থেকেই মিয়ানমারে খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে, বাণিজ্যনগরী ইয়াংগুনে বাসিন্দারা ইতিমধ্যেই কম পরিমানে খাদ্য গ্রহণের পাশাপাশি কম পুষ্টিকর খাদ্য গ্রহণ শুরু করেছেন। একই সঙ্গে দেনার দায়ে ভুগতে হচ্ছে তাদের। দেশের একটা বড় অংশের মানুষ বর্তমানে কর্মহীন। এইপরিস্থিতে খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি পরিস্থিতি আরো জটিল করে তুলছে।

Related Posts

Leave a Reply