January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কাকে ধরি-কাকে ছাড়ি অবস্থা মিয়ানমারে

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর ধরপাকড় শুরু হয়েছে। রাজনৈতিক অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীদের আটকের ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলচ্চিত্রনির্মাতা মিন এইসটিন কো কো গি’কে আটক করা হয়েছে।  রাজনৈতিক বন্দিদের সহায়তা সংস্থা এএপিপি জানিয়েছে, অন্তত ৪২ জন কর্মকর্তা এবং ১৬ জন সমাজকর্মীকে আটকের তথ্য রয়েছে তাদের কাছে।

তারা আরো জানিয়েছে, আটকদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও গতকাল বিকেলেই আটকদের বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অং সান সু চি’সহ মিয়ানমারের শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতাগ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর  সে দেশের বিভিন্ন শহরে সামরিক বাহিনীর টহল দেওয়া গাড়ির আধিক্য বেড়ে গেছে।

ইয়াঙ্গুনের স্থানীয় একজন অ্যাক্টিভিস্ট বলেছেন, সোমবার সকালে আমরা ঘুম থেকে উঠেই সামরিক বাহিনীর অভ্যুত্থানের খবর শুনি। এছাড়া আমার বেশ কিছু বন্ধুকে আটকের খবরও জানতে পারি।

নাম প্রকাশ না করার শর্তে এই অ্যাক্টিভিস্ট আরো বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বাইরে যেতেও পারছি না। ডাটা না থাকার কারণে মোবাইলও ব্যবহার করতে পারছি না। এটাই এখন এখানকার অবস্থা। শহরজুড়ে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে।

Related Posts

Leave a Reply