ভেরিফায়েড রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত মায়ানমার
নিউজ ডেস্কঃ
ভেরিফায়েড রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে মায়ানমার। মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এ কথাজানান। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি।
সোমবার নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাথে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন সু চি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশেরও সহায়তা চেয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে কয়েকবার এই প্রক্রিয়া পিছিয়ে যায়। গতকাল তিনি বলেছেন, রাখাইনে যেকোনো সময় ফের হিংসাত্মক আন্দোলন শুরু হতে পারে।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য-রাষ্ট্রের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা সংকটের সমাধান করতে এখন মায়ানমারে অবস্থান করছেন। দলটি সোমবার বিকেলে মায়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছায়। প্রতিনিধি দলটি এর আগে দুদিন বাংলাদেশে ছিলেন। কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করে দলটি।