মায়ানমারের দাঙ্গার পিছনেও ফেসবুক ! স্বীকার করলেন জুকেরবার্গ
নিউজ ডেস্কঃ
ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ স্বীকার করেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গা উসকে দিতে ফেসবুকের ব্যবহার করা হয়েছে। যে দাঙ্গার জেরে গত আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে সহো বিভিন্য জায়গায় আশ্রয় নিয়েছে। প্রাণ হারিয়েছে শত শত মানুষ। সেই মানবিক বিপর্যয়কে আরও ভয়াবহ পর্যায়ে নিতে যেতে ফেসবুকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সংবাদ সংস্থা ভক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, রাখাইনে রোহিঙ্গা বিরোধী, মুসলিম বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল ফেসবুকের মাধ্যমে। কোম্পানি বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।মায়ানমারে উভয় পক্ষের যেসব মানুষ ফেসবুকের মেসেঞ্জারে ‘সেনসেশনাল বার্তা’ ছড়াচ্ছিল তাদের চিহ্নিত করে থামিয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন জুকারবার্গ।