আমেরিকায় একই দিনে ৩৯ টি বাড়িতে রহস্যময় বিস্ফোরণ!
কলকাতা টাইমসঃ
আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যে ৩৯টি বাড়িতে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রহস্যময় এই বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বোস্টন শহরের বাইরে লরেন্স, অ্যান্ডোবার ও নর্থ অ্যান্ডোবারের এই সমস্ত বাড়ি ও ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে একই দিনে হঠাৎই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জন্য অনেকেই গ্যাস বিস্ফোরণকে সন্দেহ করছেন। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এছাড়া বিস্ফোরণের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে ওই সমস্ত এলাকার বাসিন্দাদের।
ক্ষতিগ্রস্ত এলাকায় গাড়ির ওপর চিমনি ভেঙ্গে পড়লে লরেন্সে ১৮ বছর বয়সী লিওনেল রন্ডন নামের এক তরুণ নিহত হয়। কলাম্বিয়া গ্যাস সংযোগ লাইনের চাপ সংক্রান্ত কারণে এটা হতে পারে বলে সন্দেহ করছেন মেরিমাক ভ্যালির পদস্থ কর্তারা। কর্তৃপক্ষ এরই মধ্যে এলাকাগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।