January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ছবি ও সংকেতে ভরা রহস্যময় খুলি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাখ্যার অতীত রহস্যময় বস্তুর সন্ধান মেলে। সেসব পুরাতত্ত্বগুলো গবেষকদের নতুন উদ্যোমে কাজ করার উৎসাহ যোগায়। চেষ্টা চলে হারিয়ে যাওয়া প্রাচীন যুগের পরিবেশ ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়ার। তবে প্রকৃতি কখনো কখনো তার রহস্য উন্মোচনের সুযোগ করে দিলেও তাকে কাজে লাগাতে মানুষ সব সময় সফল হয় না।

সেই সমস্ত জিনিষ যেমন বিশেষজ্ঞদের হাতে সব সময় আসে না, তেমনই এই কাজ করতে গিয়েও নানা বাধার মুখে পড়তে হয় বিশেষজ্ঞদের।

বেশ কিছুদিন আগে অস্ট্রিয়ার ভিয়েনায় একটি এন্টিক দোকানে (যেখানে প্রাচীন ও দুর্লভ সামগ্রী বিক্রি হয়) রহস্যময় একটি খুলি বিক্রির জন্য প্রদর্শিত হতে দেখা যায়। পুরো খুলিটিকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে খোদাই করে কিছু নকশা আর অক্ষর এঁকেছে।

তবে রহস্যটা হচ্ছে সেই অলংকরণগুলো এতো নিখুঁত যে কোনো সাধারণ মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আর তা থেকেও বড় রহস্য হচ্ছে সেই নকশা, ছবি ও অক্ষরগুলো পরিচিত মনে হলেও এর আগে তা কখনই এমনভাবে অঙ্কিত হতে দেখা যায়নি। তাও আবার মাথার খুলিতে।

ভিয়েনার ওই দোকানে এই খুলিটি কীভাবে এসেছে তাও সঠিকভাবে জানা যায়নি। গবেষকেরা পরে খুলিটি সংগ্রহে এনে পরীক্ষা নিরীক্ষা করেন। তবে সেই ছবি ও সংকেতগুলো কি উদ্দেশ্যে খুলিতে খোদাই করা সে সম্পর্কে কোনো ধারণাই আসেনি তাদের মাথায়।

বিজ্ঞানীরা পরীক্ষা করে জানান, এমন খুলির কথা যেমন তাদের জানা ছিল না, তেমনই কে বা কারা এটি তৈরি করেছে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। এমনকি খুলিটি কার কিংবা কত আগের পুরোনো তাও স্পষ্ট নয়।

অনেক পরীক্ষা নিরীক্ষা করেও খুলিটির অলংকরণগুলোর অর্থ বের করতে পারেননি গবেষকেরা। তবে কেউ কেউ তখন দাবি করেন, খুলিটি সম্ভবত তিব্বতের দুর্গম কোনো এলাকা থেকে এসেছে। বিষয়টি নিশ্চিত হতে তিব্বতের একজন খেনপো বা মঠ পন্ডিতকে খুলিটি দেখানো হয়। তিনি খুলিটি দেখে রীতিমত আঁতকে ওঠেন।

অনেক অনুরোধের পর তিনি জানান, খুলিটি মূলত অশুভ শক্তি থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অথবা অশুভ আত্মাকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এই খুলি। তবে এই খুলি কোথা থেকে এসেছে বা কারা তৈরি করেছে সে সম্পর্কে কিছু জানাতে চাননি ওই বৌদ্ধ ভিক্ষু। তবে তিনি জানিয়েছেন, এমন নিদর্শন পৃথিবীতে দুর্লভ। সাধারণ মানুষের হাতে আসার তো প্রশ্নই ওঠে না।

ফলে খুলিটিকে নিয়ে যে তিমিরে থাকার, সেখানেই থাকেন বিজ্ঞানীরা। শুধু এটুকু বোঝেন খুলিটি সাধারণ নয়। বিশ্বের রহস্যময় বস্তুগুলোর অন্যতম এই অঙ্কিত খুলি।

Related Posts

Leave a Reply