January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নারীর বিশ্বজয়ের ডঙ্কা নাগাল্যান্ডে, প্রথম মহিলা মন্ত্রী  সালহুতুওনুও 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

রাত পেরোলেই আরও এক নারী দিবস। আর এই নারী দিবসের প্রাক্কালে নাগাল্যান্ডের প্রথম মহিলা বিধায়ক সালহুতুওনুও ক্রুজ মন্ত্রী হিসেবে পাঠ করলেন শপথ বাক্য। নাগাল্যান্ডে সৃষ্টি হল এক নতুন যুগ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিন শিলঙে বিজেপি এনডিপিপি জোটের নব নির্বাচিত প্রতিনিধি সালহুতুওনুও ক্রুজ মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। নির্বাচনে তিনি তাঁর প্রতিপক্ষকে মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এনডিপিপি দলের প্রাক্তন সদস্য কেভিসেখো ক্রুজ-এর স্ত্রী সালহুতুওনুও। ২০১৮ সালে কেভিসেখোর মৃত্যুর পর এনডিপিপি দলে যোগদান করেন সালহুতুওনুও। স্বামীর অধরা স্বপ্নকেই বিধায়ক হয়ে পূরণ করতে চান তিনি।

এনডিপিপিতে যোগদানের আগে তিনি গত দু’দশক ধরে একাধিক সামাজিক উন্নয়নের কাজে জড়িত ছিলেন। পাশাপাশি, আঙ্গামি মহিলা সংস্থার প্রধান হিসেবেও কার্যভার সামলেছেন সালহু।

আঙ্গামি মহিলা সংস্থার পাশাপাশি আঙ্গামি সংস্থার স্বজাতি উন্নয়ন বিভাগের উপদেষ্টা কমিটির একজন হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন এই নব নির্বাচিত মন্ত্রী।বর্তমানে সালহু একটি হোটেল চালান। পর্যটকদের দেখাশোনার কাজও এতদিন নিষ্ঠাভরেই সামলেছেন তিনি।

Related Posts

Leave a Reply