জামা-জুতোর লোগো অস্পষ্ট করতে গিয়ে নাজেহাল চীনের টিভি চ্যানেলগুলো !
কলকাতা টাইমসঃ
উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমি দেশগুলোর বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিগুলি। যার ফল স্বরূপ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন প্রশাসন। এবার চীনের বিভিন্ন টিভিচ্যানেলগুলো তাদের অনুষ্ঠানে পশ্চিমি ব্রান্ডের বিভিন্ন লোগো মুছে দেওয়ার কাজ শুরু করলো। অভিনেতা-অভিনেত্রীদের জামা-জুতোয় থাকা লোগো অস্পষ্ট করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
যার ফলে কোনো অনুষ্ঠান টেলিকাস্টের আগে ডোম ফেলার ফুরসৎ পাচ্ছেন না সম্পাদনার কাজে যুক্ত কর্মীরা। তাদের দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে এই কাজের জন্য। সময়মত প্রচার করা যাচ্ছে না কোনো অনুষ্ঠান। প্রসঙ্গত, ইতিমধ্যেই চীনজুড়ে পশ্চিমি দেশুলোর উৎপাদিত পণ্য বয়কটের ব্যাপক হিড়িক পড়েছে।