প্রথম বন্ধু-শিক্ষক মাকে কাঁধে তুলে শেষ যাত্রায় নিয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা টাইমস :
মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সারা দেশ দেখল সেই ভিডিও, মুছে নিল চোখ।
এদিন সকালে আমদাবাদ পৌঁছনোর পরে ভাইয়ের বাড়িতে যান মোদী। সেখানেই আনা হয়েছিল তাঁর মায়ের দেহ। কিছুক্ষণ পরে মাকে কাঁধে নিয়ে বাইরে বেরোতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সঙ্গে আত্মীয়স্বজনদের ভিড়। মাকে কাঁধে নিয়ে হাঁটতে থাকেন প্রধানমন্ত্রী, কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও। এর পরে আমদাবাদ থেকে গান্ধীনগরে রওনা হয় দেহ। গান্ধীনগরেই তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।
কিছু দিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মোদীর মা হীরাবেনকে। বয়সজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। মাকে আমদাবাদের হাসপাতালে গিয়ে দেখেও এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর শুক্রবার ভোরে এল মৃত্যুসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।