চীনের সঙ্গে অ্যাপ যুদ্ধের পরিকল্পনা নরেন্দ্র মোদির
কলকাতা টাইমসঃ
মাত্র ৬ দিন আগে চীনের তৈরী ৫৯ টি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। যার গল্ ভরা নাম ‘ডিজিটাল স্ট্রাইক’। ইতিমধ্যেই এর ফল ভুগতে শুরু করেছে বিভিন্ন চীনা সংস্থা। পক্ষান্তরে চীন।এবার ভারতের তথ্য প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে এই অ্যাপগুলির বিকল্প খোঁজার পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের আত্মনির্ভরতা অর্জনের অনন্ত সম্ভাবনাকে সামনে এনে নিলেন নতুন চ্যালেঞ্জ।
তথ্য প্রযুক্তির স্টার্টআপ সংস্থাগুলোকে অ্যাপ তৈরির চ্যালেঞ্জ দিলেন তিনি। প্রধানমন্ত্রীর শ্লোগান : ‘আত্মনির্ভর দেশ গড়ার জন্য কোডিং করা যাক’। মোদির দাওয়াই, চালু অ্যাপগুলির জোরদার বিপণনের সঙ্গে সঙ্গে নতুন অ্যাপ তৈরি করা। এই কাজের জন্য দেশের টেক স্টার্টআপ ও টেক কমিউনিটিকে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক অটল ইনোভেশন মিশনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে।