যে কোন রাজ্যে, জি-২০ নিয়ে মোদির জবাব শুনে স্তব্ধ চিন, পাকিস্তান
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া ‘জি ২০’ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিং পিন। কূটনৈতিক মহলের খবর, বেজিং এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নয়া দিল্লি শি-র না আসার সম্ভাবনা আঁচ করতে পেরেছিল। কারণ, চলতি সপ্তাহেই চিন অরুণাচল প্রদেশকে ফের তাদের দেশের অংশ বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে। আর সেই অরুণাচল প্রদেশেই আগামী কয়েকদিন ‘জি ২০’ সম্মেলন উপলক্ষে গুচ্ছ অনুষ্ঠান হওয়ার কথা। তাতে সদস্য দেশগুলির প্রতিনিধিরা অংশ নেবেন। অরুণাচলকে নিজেদের দাবি করা চিনের প্রেসিডেন্টের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নিয়ে দিল্লির সম্মেলনে যোগদান রীতিমত অস্বস্তিকর হত।
গত ২০ মে সেখানে পর্যটন সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে। বৈঠক শেষে দু’দিন ধরে শ্রীনগর-সহ কাশ্মীরের বহু জায়গা বিদেশি প্রতিনিধিদের ঘুরিয়ে দেখিয়েছে ভারত সরকার। ‘জি ২০’-র সদস্য দেশ হওয়া সত্ত্বেও অরুণাচল ও কাশ্মীরের অনুষ্ঠানে অংশ নেয়নি চিন। অরুণাচলের পাশাপাশি কাশ্মীরকেও বিতর্কিত এলাকা বলে দাবি করেছে বেজিং। পাশাপাশি পাকিস্তানও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে ‘জি ২০’-র অনুষ্ঠান করা নিয়ে আপত্তি তোলে।