নাসার দাবি আগামী ২৯ এপ্রিল ধ্বংস হতে পারে মানবসভ্যতা !
কলকাতা টাইমসঃ
আগামী ২৯ এপ্রিল ধ্বংস হবে মানবসভ্যতা। এবার এমনটাই দাবি করলো মার্কিন গবেষণা সংস্থা নাসা। ওই দিন প্রবল বেগে ছুটে আসা একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে অনুমান করছে তারা। নাসার দাবি, এই গ্রহাণুটি আয়তনে ৪ কিলোমিটার। প্রতি ঘণ্টায় ৩১,৩২০ কিমি গতিতে এগিয়ে আসছে এটি। নাসা জানাচ্ছে, কোনওভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে কয়েক সেকেন্ডে ধ্বংস হবে মানবসভ্যতা।
নাসার বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজার বারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দেয়। যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে মানবসভ্যতা শেষ হয়ে যাবে। ২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।