করোনা মুক্তির উপায় খুঁজতে আসরে নামলো ‘নাসা’
কলকাতা টাইমসঃ
করোনা মুক্তির উপায় খুঁজতে আসরে নামলো ‘নাসা’। করোনা রহস্যের সমাধানে এবার ‘হ্যাকাথন’ এর আয়োজন করতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘স্পেস অ্যাপস কভিড-১৯ চ্যালেঞ্জ’ নামক এ প্রতিযোগিতায় অংশ নিতে গোটা বিশ্বকেই আহ্বান জানিয়েছে নাসা। নাসা জানায়, গোটা প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে অনলাইনে। আগামী ৩০ এবং ৩১ মে দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। নাসার মতে, এটিই বিশ্বের প্রথম ভার্চুয়াল হ্যাকাথন।
হ্যাকাথন হচ্ছে সমস্যাভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট। সম্মিলিতভাবে কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সমাধান করাই এর লক্ষ। এই ইভেন্টে সফটওয়্যার ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার, সাইন্টিস্টরা অংশগ্রহণ করে থাকেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন উপগ্রহ মারফত পাওয়া তথ্য বিশ্লেষণ করে করোনা মুক্তির উপায় খুঁজবেন।