ওপারবাংলায় করোনার বিরুদ্ধে কামাল করছে ‘নেজাল স্প্রে’
কলকাতা টাইমসঃ
বাংলাদেশে করোনার বিরুদ্ধে দারুন আশাব্যঞ্জক ফল দিচ্ছে ‘নেজাল স্প্রে’। এমনটাই দাবি করছে বাংলাদেশের রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। সংস্থার তরফে জানানো হয়েছে, একবার ব্যবহারেই অন্তত চার ঘন্টার জন্য রেসপিরেটরি সিস্টেম সুরক্ষিত রাখবে এই স্প্রে। বাংলাদেশে যার নাম ‘বঙ্গসেফ ওরো-নাজাল স্প্রে’।
জানা যাচ্ছে, এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুধু তাই নয়, কোনো আক্রান্ত ব্যক্তি যদি এই ভ্যাকসিন ব্যবহার করেন, তার ভাইরাল লোড অনেকটাই কমে যাওয়ার সম্ভবনা থাকবে। ৩-৪ ঘণ্টা অন্তর এই স্প্রে গ্রহণ করলে শ্বাসনালী এবং খাদ্যনালীর সংযোগস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস করা যাবে খুব সহজেই। গত মে মাসে ঢাকা মেডিক্যাল কলেজের ২০০ জন করোনা আক্রান্তকে এই স্প্রের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হলে উল্যেখযোগ্য রেজাল্ট পাওয়া যায় বলে জানা যাচ্ছে।