এতদিনে বিএ পেলেন নওয়াজ শরীফ
কলকাতা টাইমস :
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের (এন) সুপ্রিমো নওয়াজ শরীফকে ডিগ্রি দিয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়।
শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখা নওয়াজ শরীফকে বিএ ডিগ্রি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নওয়াজ ব্যাচেলর ডিগ্রির ডুপ্লিকেট কপির জন্য বহু আগেই লোক মারফত আবেদন করেছিলেন। যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে সেই ডিগ্রি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নওয়াজ সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয়ের একাউন্টে ২৯৯০ রুপি দেন ৭ জুন। পরে সেটি ইস্যু করা হয়।
ওই কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ পাঞ্জাব ইউনিভার্সিটির অধীনে সরকারি কলেজ থেকে ১৯৬৮ সালে বিএ করেন। এর ৫৫ বছর পর ডিগ্রি সার্টিফিকেট পেলেন তিনি।