নওয়াজ শরীফের জামাই সফদার গ্রেপ্তার
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাই মহোম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে।দুর্নীতির অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। জানা গেছে, দুর্নীতির মাধ্যমে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগে মহোম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের আদালত শুক্রবার তার বিরুদ্ধে এক বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু তিনি আত্মগোপন করে থাকায় এই কদিন তাকে গ্রেপ্তারে করতে পারেনি পুলিশ। এনএবি জানিয়েছ, যে সমস্ত ব্যক্তিরা সফদারকে লুকিয়ে থাকতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সফদারের কোনো বক্তব্য সম্প্রচার না করতে পাক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে এনএবি।