January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

নওয়াজুদ্দিনের ‘রোম রোম মে’ বইছেন যে বিদেশিনী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ছবির নীচে ক্যাপশন, ‘ইয়ে লড়কি মেরি রোম রোম মে হ্যায়’| আর এতেই স্পষ্ট ছবিতে দুই যুগলের সম্পর্ক। জানতে চাইছেন তো ছবিটি কাদের। এদের একজন আমাদের অতি পরিচিতিই  নয় দেশের নামকরা অভিনেতা  নওয়াজুদ্দিন সিদ্দিকি|  সঙ্গে যে মেয়েটি রয়েছে তিনিও একজন অভিনেত্রী। ইনি ইতালীয় অভিনেত্রী ভ্যালেন্টিনা কোর্টি৷ তার  প্রেমেই  রীতিমত হাবুডুবু খাচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি| আর ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই মেয়ে এখন আমার রন্ধ্রে রন্ধ্রে’! ছবি দেখে মালুম হচ্ছে সুন্দরীর সঙ্গে অভিনেতা সম্পর্ক বেশ জমে উঠেছে|

এর আগে অভিনেতার সঙ্গে কস্মিনকালেও দেখা যায়নি এই সুন্দরীকেকেরিয়ারের শুরুতে অনেক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিলেন নওয়াজতাঁর আত্মজীবনী তেমনটাই বলেপরে স্পাইশি খবর থেকে বরং নিজেকে দূরে রাখারই চেষ্টা করে গেছেন৷ এমনকী ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতেও শোনা যায়নি তাঁকে ৷ সেই নওয়াজের সঙ্গিনী বিদেশিনী!

আর রহস্য নাএবার জানুন আসল গল্পইনি ইতালীয় অভিনেত্রী ভ্যালেন্টিনা কোর্টি৷ তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের ছবিতে নওয়াজের কোস্টার এই ভ্যালেন্টিনা৷ এখন সেই ছবির শুটিং চলছে রোমের রাস্তায় রাস্তায়৷ তারই ঝলক উঠে এসেছে ইনস্টাগ্রামের ওয়ালে|

Related Posts

Leave a Reply