নওসাদকে ঘিরে রাখতে এবার বাড়ি পৌঁছলেন জওয়ানরা
কলকাতা টাইমস :
রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েছিলেন, না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্র সরকারকেই নওসাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ অনুসারে রবিবার বিকেলে নওসাদের ফুরফুরা শরিফের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছলেন। তবে কী পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে নওসাদের বাড়িতে যান স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। নওসাদের বাড়ি ঘুরে দেখেন, কথা বলেন ভাঙড়ের বিধায়কের সঙ্গেও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নওসাদের বাড়ি পৌঁছে গেলেন জওয়ানরা। জানা গেছে, এখন নওসাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ জন জওয়ান। তাঁদের মধ্যে পাঁচজনই সশস্ত্র।মনোনয়ন পর্বে ভাঙড়ে যে হিংসার ঘটনা ঘটেছে তা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে মত অনেকের। শেষ দিন তিন জনের খুনের ঘটনা ঘটেছিল ভাঙড়ে।
নওসাদ বলেছিলেন, যেভাবে হামলা হচ্ছে, বোমা-বন্দুকের আস্ফালন চলছে তাতে তাঁর প্রাণ সংশয় রয়েছে। সেই কারণে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চান নওসাদ।যদিও রাজ্য সরকার নওসাদের আবেদনে সাড়া দেননি। তারপরই হাইকোর্টে মামলা করেন তিনি। হাইকোর্ট বলে, বিধায়কের আবেদনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভাঙড় যথেষ্ট স্পর্শকাতর। তাই কেন্দ্রকেই আইএসএফ বিধায়কের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।