January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

ভ্রমণে একটু সাবধান থাকলে ক্ষতি কি … 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ধনু (23 Nov – 21 Dec) শিক্ষা কিংবা গবেষণার কাজের জন্য সম্মাননা পাবেন কেউ কেউ। পারিবারিক অশান্তির কারণে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। অর্থহানি বা আত্মীয় বিচ্ছেদ হওয়ার আশঙ্কাও আছে।
মকর (22 Dec – 20 Jan) বাড়িতে অতিথি আসায় সময় এবং অর্থ—দুই-ই ব্যয় হবে। রাজনীতিবিদদের জন্য দিন শেষে প্রশংসা অপেক্ষা করছে। কর্মস্থলে কোনো ঝামেলা তৈরি হতে পারে। ভুল বুঝতে পারে প্রেমিকাও।
কুম্ভ (22 Jan – 18 Feb) বিদেশে কর্ম করে খাওয়ার স্বপ্ন আজ পূরণ হতে পারে। কোনো কারণে মনমেজাজ ফুরফুরে থাকবে। অস্থিরতা পরিহার করুন। দানের অভ্যাস আরেকটু বাড়ালে ক্ষতি কী? ভ্রমণে সতর্ক থাকুন।
মীন (19 Feb – 20 Mar) কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। প্রতিপক্ষকে আয়ত্তে আনতে আরো সবুর করতে হবে। টাকা-পয়সা ধার দিতে বন্ধু বা সহকর্মী এগিয়ে আসবে। বুদ্ধিবলে শত্রু বধ হবে।
মেষ (21Mar – 20 Apr) বুদ্ধি দিয়ে সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে পারলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলবে। নিজ সম্পত্তির হিসাব রাখুন; কখন কাজে লাগে, তা কি বলা যায়?
বৃষ (21 Apr – 20 May) নতুন গৃহসামগ্রী কেনার সম্ভাবনা আছে। আরেকটি সুযোগ আসবে বিদেশ যাত্রার ব্যাপারে। বিদেশি সংস্থা বা ব্যক্তির সঙ্গে চুক্তি হবে কারো কারো। মনমেজাজ খুব একটা ভালো থাকবে না।
মিথুন (22 May – 21 Jun) পছন্দের বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ আসবে। বাড়বে সামাজিক যশ ও প্রতিপত্তি। অসাবধানতার কারণে কোনো জিনিস হারাতে পারেন। স্বাস্থ্যের প্রতি নজর দিন। যাত্রা শুভ।
কর্কট (22 Jun – 22 Jul) টাকা-পয়সার অভাব থাকবেই; তাই বলে বিচলিত হওয়া যাবে না। দিনের কাজকর্ম মন দিয়ে করার চেষ্টা করুন। অন্যকে খুশি করার চেয়ে আজ নিজের ভবিষ্যতের কথা বেশি করে ভাবুন।
সিংহ (23 Jul – 23 Aug) কোনো ঘটনায় বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। ঘরোয়া কাজের অগ্রগতি বাড়বে। পরিস্থিতির কারণে আজ অধিক সাহসিকতার পরিচয় দেখাতে পারেন। যাত্রা শুভ।
কন্যা (24 Aug – 23 Sep) নতুন কোনো ঘটনায় পারিবারিক কলহের মাত্রা বাড়ার আশঙ্কা আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে যোগ্যতা মেলে ধরতে পারবেন। সাহসিকতার জন্য প্রশংসা মিলবে।
তুলা (24 Sep – 23 Oct) কাজকর্মে মানসিক উৎসাহ বাড়বে। লাভজনক কাজের সুযোগ পাবেন কেউ কেউ। নতুন প্রকল্প নিয়ে ব্যবসায়ীরা এগিয়ে যেতে পারেন; সমস্যা নেই। টাকা-পয়সা হাতে আসবে। ভ্রমণে সতর্ক থাকুন।
বৃশ্চিক (24 Oct – 22 Nov) কোনো কারণে আজ নিজেকে সৌভাগ্যবান মনে হতেই পারে। বেকারদের কেউ কেউ কাজের সন্ধান পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিনোদন শুভ।

Related Posts

Leave a Reply