করোনা সেবার ‘সন্মাম’ ভাইকে পিটিয়ে দিলেন প্রতিবেশীরা
কলকাতা টাইমস :
ভাই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবায় ব্যস্ত। আর এর জন্য ওই চিকিৎসক প্রাপ্য সন্মান দেওয়া হল ভাইকে। প্রতিবেশীদের হাতে মার্ খেয়ে হাসপাতালে ভর্তি তিনি। প্রতিবেশীরা তাকে রড দিয়ে পিঠিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বাইকের গরম সাইলেন্সর দিয়ে পা পুড়িয়ে দেওয়া হয়েছে তার। কারণ, করোনা চিকিৎসকের ভাই হওয়ায় তার থেকে করোনাভাইরাস ছড়াতে পারে, এই আতঙ্কে তারা তাকে পিঠিয়েছেন।
ঘটনাটি সম্প্রতি ঘটে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে। এই শহরের এক নম্বর ব্লক হাসাপাতালের চিকিৎসক সৈকত বসুর ভাই সুদীপ্ত বসু ওই মারধরের শিকার হন। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেয়ে ৫ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
জানা গেছে, শুরুর দিকে আমতলার একটি হোটেলে থেকেই হাসপাতালে যাতায়াত করছিলেন চিকিৎসক সৈকত বসু। দীর্ঘদিন পর সরশুনার বোম্বাই বাগানের বাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, এরপরেই পাড়ার কয়েকজন বাড়িতে চড়াও হয়ে শাসাতে থাকে পরিবারকে। বাড়ির বাইরে সদস্যদের বের হতে বাধা দেওয়া হতে থাকে কয়েকদিন ধরে।
সম্প্রতি সৈকত বসু হাসপাতালে চলে যাওয়ার পর, পরিবারের সদস্যদের ওপর চড়াও হন কয়েকজন প্রতিবেশী। চিকিৎসকের বাবা-মাকে গালিগালাজ করার পর বেধরক মারধর করা হয় ভাই সুদীপ্ত বসুকে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।