January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular

উত্তেজক পরিস্থিতি: ভারত সীমান্তে সেনা মোতায়েন করছে নেপাল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মানস সরোবর যাত্রার জন্য ভারতের তৈরী নতুন রাস্তা নিয়ে উত্তেজনা ছড়ালো ভারত এবং নেপালের মধ্যে। নেপালের এলাকায় ভারতের প্রবেশের অভিযোগ তুলে রীতিমতন সীমান্তে সেনা মোতায়েন শুরু করলো নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, নয়াদিল্লি স্থায়ী সীমান্ত এবং নেপালের সার্বভৌমত্ব মেনে চলবে বলেই আমরা মনে করছি। সীমান্তে আমাদের মাত্র ১২০টি চৌকি রয়েছে। তাই আমরা অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত শুক্রবার ধারচুলা থেকে চিন সীমান্তের লিপুলেখ পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই অঞ্চলকেই তাদের বলে দাবি করেছে নেপাল। তার দাবি, ১৮১৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের তৎকালীন রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তিতে সাফ বলা হয়েছে, মহাকালি নদীর পূর্বের অংশ নেপালের। উল্লেখ্য, আগে মানস সরোবর যাত্রায় তিন সপ্তাহ সময় লাগত। কিন্তু নবনির্মিত এই রাস্তার মাধ্যমে তা শেষ হবে মাত্র এক সপ্তাহে।

Related Posts

Leave a Reply