মাত্রা ছাড়াচ্ছে নেপাল: এবার বিহারের অংশ নিজেদের বলে দাবি !
কলকাতা টাইমসঃ
মাত্রা ছাড়াচ্ছে নেপাল। এবার বিহারের একাংশকেও নিজেদের বলে দাবি করে বসলো নেপাল সরকার। সরকারি ভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া না হলেও, ইতিমধ্যেই সেই অঞ্চলে বিহার সরকারের কাজে বাধা দিতে শুরু করেছে নেপালী সেনা। বিহারের পূর্ব চম্পারণ জেলায় লাল বকেয় নদীর ওপর বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে ওই অঞ্চল নিজেদের দাবি করছে নেপাল। এই ঘটনায় স্বভাবতই বিস্ময় প্রকাশ করেছে বিহার প্রশাসন। বিষয়টি অবগত করা হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।
বিহারের সেচ দপ্তরের এক আধিকারিক উমা নাথ রাম জানান, বর্ষার আগে প্রতি বছরই বন্যা নিয়ন্ত্রণের জন্য ওই বাঁধটি মেরামত করা হয়। এবারই প্রথম নেপালের নিরাপত্তারক্ষীরা আমাদের কাজে বাধার সৃষ্টি করলো। প্রসঙ্গত, বিহারের সাথে নেপালের ৭২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। কিছুদিন আগেই এক নতুন মানচিত্র তৈরী করে ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।