ধৌলাগিরিতে শেষ নেপালের হারানো বিমানের ২২ জনের
কলকাতা টাইমস :
২২ জনকে নিয়ে ভেঙেই পড়েছে নেপালের সেই বিমান। সোমবার সকালে সেই দুর্ঘটনাস্থল শনাক্ত করেছিল নেপাল আর্মি। বিমানের ধ্বংসাবশেষ সেখানেই খুঁজে পাওয়া গেছে। বিমানের ২২ জন সওয়ারিরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।
রবিবার সকালে নেপালের প্রাইভেট এয়ারলাইন্সের ওই প্লেনটির সঙ্গে গ্রাউন্ড স্টাফদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর প্রায় ২৪ ঘণ্টা বিমানটির (Nepal Missing Plane) কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে নেপাল আর্মি সশরীরে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনাস্থলটি চিহ্নিত করেছে। খোঁজাখুঁজির পর মিলেছে বিমানের ধ্বংসাবশেষ।
এদিন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র টুইট করে জানান, তল্লাশি এবং উদ্ধারকারী সেনা দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
জানা যায় নেপালের ধৌলগিরি পর্বতের সংলগ্ন এলাকায় মুস্তাং জেলার কোয়াঙ্গ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়েছে। এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেই এলাকা খুবই দুর্গম। পাহাড়ের খাঁজের মাঝখান থেকে গিয়ে সেখানে পৌঁছতে পেরেছে সেনাবাহিনী। উদ্ধারকার্য চলছে।
নেপালের তারা এয়ারের ৯ এনএইটি টুইন ইঞ্জিনের বিমানটিতে ছিলেন ৪ ভারতীয়। সমস্ত যাত্রীদেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে।