ভারত দখলের রাস্তায় নেপাল !
কলকাতা টাইমসঃ
উত্তরাখন্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের বলে দাবি করে এবার ভয়াবহ ভারত বিরোধিতার রাস্তায় হাটতে চলেছে নেপাল। বিশেষজ্ঞদের ধারণা চীনের প্রত্যক্ষ মদতেই ঘটতে চলেছে এই ঘটনা।
ওই এলাকার ওপর দিয়ে উত্তরাখণ্ড থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করছে ভারত। তাতেই বাধ সেধেছে নেপাল। তাদের দাবি, কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের অংশ। যে কারণে সংবিধান সংশোধনের রাস্তায় হাটতে চলেছে তারা।
বিলটি পাস হওয়ার পর দেশের নতুন মানচিত্র প্রকাশ করবে নেপাল। সাধারণভাবে নেপালে কোনো বিল পাস করাতে এক মাস সময় লাগে। কিন্তু পরিস্থিতি বিচার করে মাত্র ১০ দিনের মধ্যে তা পাস করিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার।