ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলো নেপাল !
কলকাতা টাইমসঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলো নেপাল। বিতর্কিত কালাপানি আর লিপুলেখকে ভারত নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে চাওয়ায় নেপালের এই রণহুঙ্কার। পরমাণু শক্তিধর ভারতের বিরুদ্ধে এই হুঙ্কারের পিছনে চীনের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সম্প্রতি ‘দ্য রাইজিং নেপাল’ পত্রিকাকে একটি সাক্ষাৎকার নেপালের প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল জানান, “ভারতীয় সেনাপ্রধান নেপালের গোর্খাদের ভাবাবেগে আঘাত করেছেন। ভারতের জন্য বহু বলিদান দিয়েছেন গোর্খারা। প্রয়োজনে নেপালি সেনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে।’
পোখরেল আরও বলেন, ‘ভারতের জন্য যে গোর্খা সৈনিকরা প্রাণ উৎসর্গ করেছেন তাদের ভাবাবেগে আঘাত করেছেন জেনারেল নারাভানে।’ উল্লেখ্য, উত্তরাখণ্ড থেকে লিপুলেখ পাস পর্যন্ত ভারতের তৈরী ৮০ কিলোমিটার রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল।