নেপালের প্রধানমন্ত্রী ‘ওলি’র মতি-গতি
কলকাতা টাইমসঃ
নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ওলির প্রধান প্রতিদ্বন্দ্বী বিরাজ করছেন দলের অন্দরেই। তাই ভারতের ওপর দোষ চাপিয়ে গা বাঁচানোর চেষ্টা করলেও আসল প্রসঙ্গ থেকে দূরেই থাকছেন সেদেশের কোনঠাসা প্রধানমন্ত্রী। কি সেই প্রসঙ্গ? তা জানার আগে দেখে নেওয়া যাক, নেপাল কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতা পুষ্প কুমার দাহালের একটি মন্তব্য। তিনি জানাচ্ছেন, এবার তার ক্ষমতায় বসার সময় এসে গেছে।
অন্য দিকে ওলির অভিযোগ, দলের কিছু নেতার সাহায্য নিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে ভারত। সূত্রের খবর, ২০১৭ সালে ওলি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচনের আগে ওলি ও প্রচণ্ডের নেতৃত্বাধীন দুই মেরুতে থাকা নেপালের দুই কমিউনিস্ট পার্টি একত্রীভুত হয়। মনে করা হয়েছিল, প্রধানমন্ত্রীর ৫ বছরের মেয়াদ ভাগাভাগি করে শাসন করবেন দুই কমিনিউস্ট পার্টির দুই নেতা। কিন্তু নির্ধারিত আড়াই বছর হয়ে গেলেও ওলির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। উল্টে ভারতের নাম করে দেশের মানুষের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে চলেছেন তিনি।